উচ্চ মাধ্যমিক কলেজে সহকারী অধ্যাপক পদ বিলুপ্তির প্রস্তাব এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর রাত ৮.১০ মি লাইভে ভার্চুয়াল প্রতিবাদ সভা পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

প্রভাষক পদে বিভাজন এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর রাত ৮.১০ মি লাইভে ভার্চুয়াল প্রতিবাদ সভা পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের

পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজ এমপিওভুক্ত কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষকদের বৈষম্য নিয়ে আন্দোলন করে আসছে । পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজ অনুপাত প্রথা বাতিল করে নিদ্দিষ্ট সময় এর অভিজ্ঞতায় সকলকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবী করে আসছে । এমপিও নীতিমালা প্রণয়ন কমিটি এর মধ্যে ৫০% প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রস্তাব করলে কলেজ বা সমপর্যায়ের প্রভাষকদের মাঝে চরম হতাশা নেমে আসে । এরুপ প্রস্তাবের প্রেক্ষিতে দেখা যায় পুর্বের অনুপাত প্রথায় সাত জনে দুই জন পদোন্নতি প্রাপ্ত হতেন কিন্তু ৫০% হিসেবে সাত জনে তিন জন পদোন্নতি প্রাপ্ত হবেন এতে তেমন কোন পরিবর্তন নেই। সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত নিউজ দেখে প্রভাষকদের হতাশা আরও বেড়ে যায় । যেমন এমপিও নীতিমালা চুড়ান্তকরণ সভায় উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজের প্রভাষকদের বিভাজন তৈরী , ডিগ্রী কলেজের প্রভাষকরা সহকারী অধ্যাপক হতে পারলেও উচ্চ মাধ্যমিক কলেজের প্রভাষকরা সহকারী অধ্যাপক হতে পারবেন না।উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষকরা অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন না।এরুপ প্রস্তাবে প্রভাষকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।

পদোন্নতি বঞ্তি প্রভাষক সমাজের মুখ পাত্র এম এ মতিন জানান উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজে প্রভাষকদের যোগ্যতা একই নির্ধারিত থাকলেও পদোন্নতিতে কেন বিভাজন হবে। নিয়োগ কালীন সুবিধা থেকেও বারবার বঞ্চিত করা হচ্ছে । পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের সমন্বয়ক মোহাম্মদ আলী শামীম জানান এভাবে প্রভাষকদের বাববার বঞ্চিত করা হলে মেধাবীরা এই পেশা বিমুখ হয়ে পড়বে ফলে জাতি ক্রমান্বয়ে মেধাশূণ্য হবে ।পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম জানান পদোন্নতির প্রস্তাবে ১০০ নম্বরের বিভাজনের ভিত্তিতে পদোন্নতি দেয়ার প্রস্তাব করা হয়েছে । যেখানে গবেষণা ও উচ্চতর ডিগ্রির জণ্য মার্ক রাখা হয়েছে কিন্তু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে গবেষনা বা উচ্চতর ডিগ্রির জন্য কোন ছুটি নাই তার পরেও কিভাবে গবেষণা ও উচ্চতর ডিগ্রির এর জন্য রেংকিং রাখা হয়েছে । এসিআর চালুর পূর্বে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ  এনটিসিআর এর মাধ্যমে নিয়োগের দাবী জানান । তিনি আরও জানান আমাদের বঞ্চনার কথা বলতে আগামী ০৫.০৯.২০ তারিখ শনিবার রাত ৮.১০ মি ভার্চুয়াল লাইভ সভা হবে । সেখানে বঞ্চিত প্রভাষকরা তাদের বঞ্চনার কথা তুলে ধরবে। সকলকে এই সভায় সংযুক্ত হওয়ার আহবান জানান।


Categories