“ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও এডিপির অর্থ ব্যয় না করায় শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নোটিশ”

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
মোঃ আসাদুজ্জামান আসাদ-শিবপুর (নরসিংদী) সংবাদদাতাঃ

ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও এডিপির অর্থ ব্যয় না করায় শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ।

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্হানীয়  সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম ২১ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
নোটিশ প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীরের  বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং উপজেলা পরিষদের ২০২০- ২১ অর্থ বছরের এডিপির অর্থ ব্যয় না করায় চেয়ারম্যান হারুনুর  রশিদ খানের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশে অভিযোগ করা হয়েছে।
প্রচলিত  বিধান লংঘন করে উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসার এর পরিবর্তে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে লিপিবদ্ধ করা, উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী উপজেলা পরিষদ  চেয়ারম্যান হিসেবে নিজেই সরকারের প্রচলিত বিধি বিধান লংঘন করা, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত উপজেলার হাট-বাজার তহবিল সংক্রান্ত ব্যাংক হিসাবটি যৌথ স্বাক্ষরে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা ও  উপজেলা নির্বাহী অফিসারের  বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রোশে ভাড়া করা লোক দিয়ে সংবাদ সম্মেলনে আশ্রয়ন প্রকল্পের জমি আছে ঘর নেই বিষয়ে অসত্য বক্তব্য পেশ করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করা।
উল্লেখিত  অভিযোগের কারণে উপজেলা পরিষদ সংশোধন ২০১১ এর ১৩ (খ),গ ও ঘ ধারা লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

Categories