
জ্যৈষ্ঠ গিয়ে আষাঢ় এলো
জলের পাত্র হাতে,
মেঘ গুড় গুড় কাঁপিয়ে ধরা
বজ্র নিয়ে সাথে।
ঈশান কোণে মেঘের স্তুপ
করছে কোলাকুলি,
হঠাৎ এসে ডুবিয়ে দেবে
শুকনো অলিগলি।
ধূসর মাটির দেহ থেকে
শুষে নেয় পোড়া ঘ্রাণ,
শান্তির পরশ মেখে দিয়ে
সজীব করে প্রাণ।
মাঠ ঘাট করছে থৈ থৈ
খাল বিলে জলকেলি,
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং
ভীষণ খামখেয়ালী।
এমন দিনে ঘরের বাইর
হয়ো নাকো ভুলে,
পড়শী এসে আমার হাতে
কদম দিলো তুলে।
কেউ মেতে উঠে রথযাত্রায়
সীমাহীন আনন্দে,
কেউবা আষাঢ়ী পূর্ণিমায়
স্রষ্টার অপার বন্দে।
আষাঢ় এলো টিনের চালে
নড়বড়ে খুঁটিতে,
সবুজ শ্যামল প্রকৃতিতে
অপরূপ সাজেতে।
আষাঢ় মাসের বৃষ্টিধারা
ধুয়ে যাক্ অকল্যাণ,
ধরাজুড়ে শান্তি আসুক
নিত্য যে বহমান।
২৩/৬/২০২০