আল্লামা আনোয়ার হোসাইন ফারুকী আর নেই!

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির সীমান্তবর্তী ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার সাবেক শিক্ষা বিভাগীয় পরিচালক ও মাইজভান্ডার আমতলীস্থ আল জামিয়া আজিজিয়া ফাতেমাতুজ্জাহরা বালক-বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আনোয়ার হোসাইন ফারুকী আর নেই।আজ (২৬অক্টোবর) শনিবার রাত ২টায় চট্টগ্রাম শহরের বাসায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর।

তিনি স্ত্রী, ৩ছেলে ১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আল্লামা আনোয়ার বার্ধক্যজনিত রোগ সহ দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য তাঁর বাড়িতে আলেম-ওলামা, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনগণ ভিড় জমায়।


Categories