
বিশ্ব আজ বিজ্ঞান প্রযুক্তিতে,
সর্বোচ্চ শিখরে।
আমরা তখন আধারিতে
থাকি কী করে?
জ্ঞানের আলোর ঝলকানিতে,
চলো আলোর পথে,
আঁধার হতে আলোর যাত্রা কেবা,
পারে রুখে দিতে?
আঁধারে ছেয়ে চারিপাশ
নামধারী মুমিন।
কালো মেঘে ঢাকা বিবেক
নামের জমিন।
নবীনের ঠোঁটে সর্বগ্রাসী ক্ষুধা
চোখ উচ্ছ্বাসে নাচে।
আঁধারে আবদ্ধ অধিকার
রাহুর নাগপাশে।
আমারা যদি হতে পারি ত্যাজ্যদৃপ্ত
আলোকিত মানুষ,
আঁধার হবে তিরোহিতো,
অভাব হবে ফানুস।
থাকবো নাকো আঁধারিতে
দিবস কিংবা রাতে।
যাত্রা হোক আঁধার ফুরে
জ্ঞানের আলোর পথে।
সকল বাঁধা ডিঙিয়ে সবে,
এসো তুফান বেগে।
বিপদ সংকেত পূর্বাভাস
দিগন্ত ঢাকা মেঘে।
—————–