আরও ৫৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬২

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৮৬২ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ২৬৪ জনে।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত করা হয়।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ছয়জন। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব নয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৯ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব আটজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ লাখ ৫২ হাজার ৯০ জন। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৩৭ হাজার ২৮৩ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৭৮৮ জন।


Categories