“আমার মুজিব” মিঞা মোঃ এলাহি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

আমার মুজিব*  (ছোটদের ছড়া )    মিঞা মোঃ এলাহি

আমার মুজিব আমার মনের স্বপ্নের এক আদর্শ
দেশ ব্যাপিয়া হচ্ছে পালন মুজিব শতবর্ষ।
আমার মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ইতিহাসের পাতায় আছে তাঁর কৃতিত্বের প্রমাণ।
ছাত্র জীবন থেকেই তিনি করেছেন রাজনীতি
জেল,জুলুম,কারাবাস কতই আছে স্মৃতি।
নির্যাতিত, নিপীড়িত বাংলার জনগণ
সবাই তাকে ভাবত তাঁদের অতি আপনজন।
তাঁর ডাকেতে সাড়া দিয়ে পড়ল তারা ঝাঁপিয়ে
স্বাধীন করতে বাংলাদেশ বিশ্বটাকে কাঁপিয়ে।
২৫ মার্চ একাত্তরে পাক বাহিনীর হাতে
বন্দি হলেন সিংহ পুরুষ গভীর কাল রাতে।
আগ্নেয়গিরির উদগিরণে জ্বলে ওঠল দেশ
একটিমাত্র লক্ষ্য সবার-স্বাধীন বাংলাদেশ।
‘জয় বাংলা,বাংলার জয়’ এই শ্লোগান মুখে
জীবন দিয়ে পাক সেনাদের দিল তারা রুখে।
স্বাধীন হল বাংলা আমার আনন্দ না ধরে
কারামুক্তির শেষে এলেন আমার মুজিব ফিরে।
মাত্র তিনটি বছর তিনি দেশ করলেন শাসন
ঘাতকদলের সহ্য হয়নি তাঁর নীতির ভাষণ।
আঁধার রাতের অন্ধকারে কা-পুরুষের বেশে
শেখ মুজিবকে হত্যা করে সোনার বাংলাদেশে।
আমার মুজিব নেই আজ আমাদেরই মাঝে
তবুও যে তাঁর বজ্রকন্ঠ সবার কানে বাজে।
তাঁর চেতনা অনাদিকাল থাকবে অমর অক্ষয়
আমার মনে তাঁর আদর্শের নেই যে কোন ক্ষয়।
বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ,
আবদুস সাত্তার ডিগ্রি কলেজ।
০৫/৮/২০২০

Categories