“আবদুস সাত্তার ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত”

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
মিঞা মোঃ এলাহি- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত।

১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় আবদুস সাত্তার ডিগ্রি কলেজ,  অরুয়াইল, সরাইল, ব্রাহ্মনবাড়ীয়ায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ  জনাব মোঃ মোখলেছুর রহমান। করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালিত হয়।
শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানীত সদস্যবৃন্দ। শোক সভাটি পরিচালনা করেন অত্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আবু কাউছার।
বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানীত অভিভাবক সদস্য, বীর মুক্তিযোদ্ধা,  অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  জনাব কুতুব উদ্দীন ভুইয়া, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানীত দাতা সদস্য, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আবু তালেব, কলেজের উপাধ্যক্ষ জনাব মুহাম্মদ ইকবাল হোসেন মৃধা, কলেজের অধ্যক্ষ শোক সভার সম্মানিত সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে ঘাতকরা একটি জাতির চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। সভা শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব, মোঃ নিজাম উদ্দিন।

Categories