
আবদুস সাত্তার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন সরাইল উপজেলাস্থ আবদুস সাত্তার ডিগ্রি কলেজে অত্যন্ত সুন্দর, আনন্দঘন, জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রাণের প্রতিষ্ঠান আবদুস সাত্তার ডিগ্রি কলেজের দুইদিনব্যাপী ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার (সরাইল-আশুগঞ্জ) ছয় বারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব উকিল আবদুস সাত্তার ভূঞা।

সভাপতিত্ব করেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক , বাংলাদেশ আওয়ামীলীগের পরীক্ষীত নেতা, সরাইল-আশুগঞ্জের মানুষের অতি আপনজন জনাব এড. মো: কামরুজ্জামান আনসারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব উকিল আবদুস সাত্তার ভূঞার সুযোগ্য পুত্র জনাব মাইনুল হাসান তুষার, কলেজ পরিচালনা পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, উপাধ্যক্ষ, কলেজের শিক্ষকবৃন্দ, অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়, হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অংগ সংগঠন এবং জাতীয় পার্টি ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১ম দিনের ক্রীড়ানুষ্ঠানটি লৌহ গোলক নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জনাব মো. মোখলেছুর রহমান, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, দাতা সদস্য জনাব হাজী আবু তালেব, অভিভাবক সদস্য মো: সাহেদ মিয়া, সাবেক সদস্য মো: বোরহান উদ্দিন , মো: ইয়াকুবসহ অনেকে।
২য় দিনের ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব এড. মো: কামরুজ্জামান আনসারী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পরিচালনা পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।

দুইদিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয়, উপভোগ্য ও শিক্ষনীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়। যেসব ইভেন্টে শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পরার মতো।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দসহ অনেকে খেলাধূলার উপকারিতা, কলেজের বিভিন্ন বিষয়াবলী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ জনাব মো. মোখলেছুর রহমান।

আলোচনা শেষে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন জনের হাত থেকে বিজয়ী শিক্ষার্থীরা আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করে।
ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন শারীরিক শিক্ষক ও অনুষ্ঠানের আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম , অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: রেহান উদ্দীন, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আখতার হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আফরুজ সুলতানা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক বাবু সন্তোষ চন্দ্র দাস,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আনোয়ার হোসেন।

ইভেন্ট পরিচালনাসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য জনাব মো: সাহেদ মিয়া, জনাব মো: মনিরুল ইসলাম ও জনাব মো: শফিকুল ইসলাম
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু কাওছার ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: হুমায়ূন কবির।