
যায় না বৃথা কোনদিনও
কোন আন্দোলন,
উঠবেই হাওয়ায় সাগর বুকে
ঢেউয়ের জাগরণ।
আজ না হলে কালকে পাবো
আন্দোলনের ফল,
ধৈর্যহারা হলে ভবে
সবই যে বিফল।
থাকে যদি মনের মাঝে
বিজয় হওয়ার সাধ,
স্বপ্ন তোমার পূরণ হবে
আসুক যতই বাধ।
প্রমান যে তার আছে ভুরি
মেলে দেখো চোখ,
দাবী আদায় করতে হলে
হতে হবে জোক।
বর্ধিত আর ভাতা পেতে
ফেলছি চোখের জল।
প্রাধানমন্ত্রির প্রতিশ্রুতি
তারই প্রতিফল।
চাওয়ার চেয়ে কম পেয়েও
হয়েছি আহ্লাদ,
মুজিবকন্যা শেখ হাসিনা
তোমায় ধন্যবাদ।
চাই সকলে শিক্ষাটা হোক
সুবাসিত ফুল।
ফুলের গন্ধে বিভোর হয়ে
নাচবে অলিকুল।
প্রয়াত কবি
এ.কেএম.মুস্তাফিজুর রহমান
০৯/১১/২০১৮খ্রিঃ