
মোঃ রফিকুল, আদিতমারী,লালমনির হাটঃ আজ ০৯/০৭/২০ রোজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় লালমনির হাটের আদিতমারীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় একজন মৃত্যু বরণ করেন । তাহার নাম আদিল । জনাব আদিল পেশায় একজন এমবিএস ডাক্তার। তিনি দীর্ঘদিন ধরে আদিতমারী উপজেলা স্থাস্খকম্পেক্সে কর্মরত ছিলেন। তিনি মাজার, আদিতমারী এলাকার বাসিন্দা।