আদমজী ইপিজেড এ অবস্থিত স্ক্যানডেক্স নিট ওয়্যার লিঃ এর শ্রমিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান।

ছয় মাসের বকেয়া বেতন এবং প্রাপ্য পাওনার দাবিতে আজ ১১/১০/২০২২ইং তারিখ রোজ মঙ্গলবার আদমজী ইপিজেড এ অবস্থিত স্ক্যানডেক্স নিট ওয়্যার লিঃ এর শ্রমিকরা শ্রমিক জাগরণ মঞ্চের পতাকা তলে তাদের ৬ মাসের বকেয়া বেতন ও বাংলাদেশ শ্রম আইনানুযায়ী অন্যান্য সকল প্রাপ্য পাওনা পাওয়ার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। শ্রম মন্ত্রণালয় আবেদন করে প্রধানমন্ত্রীর কার্যালয় স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা কমরেড জাহাঙ্গীর আলম গোলক ও সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, শ্রমিক জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এস.এম আব্দুস সবুর, সহ-সভাপতি মোরশেদ আলম, ফতুল্লা থানা সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মিজান, সবুজ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন স্ক্যানডেক্স নিট ওয়্যার লিঃ এর শ্রমিক মোঃ শামীম হোসেন।
এ সময় শ্রমিক নেতারা বলেন আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জ এ অবস্থিত স্ক্যানডেক্স নিট ওয়্যার লিঃ এর শ্রমিকদের ৬ মাসের বেতন না দিয়ে মালিক কর্তৃপক্ষ ফ্যাক্টরী তালাবন্ধ রেখে উধাও হয়ে গিয়েছে। মালিক কর্তৃপক্ষ ৩৫০,০০,০০,০০০/-(তিনশত পঞ্চাশ কোটি) টাকা বিদেশে পাচার করে ফ্যাক্টরী লে-অফ ঘোষণা করে। বেপজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলে তোমাদের চাকুরী আছে বেতন পাবে। কিন্তু মালিক কর্তৃপক্ষ কোন বেতন দেয় না। বেপজা পরপর তিন বার বেতন দেওয়ার কথা বলে সর্বশেষ তারিখ দেয় এপ্রিল ২০২৩ইং সালে যোগাযোগ করার জন্য। কিন্তু তারা স্ক্যানডেক্স গার্মেন্টস এর প্রায় ১১০০ শত শ্রমিক, কিভাবে তাদের বেতন পাব, কিভাবে তারা তাদের প্রাপ্য পাওনা পাবে, কিভাবে তাদের পরিবার চলবে, এ ব্যাপারে কোন কিছুই বলে নাই। এ অবস্থায় তারা দীর্ঘ ৬ মাস ধরে কোন বেতন না পেয়ে মানবেতন জীবন যাপন করছি।
স্বাধীনতার পর থেকে গার্মেন্টস মালিকরা ব্যবসা পরিচালনা করে শ্রমিকদের ঘারের উপর পা রেখে একটা গার্মেন্টস থেকে দশটি গার্মেন্টসে রূপান্তরিত করেছে। তারা সংসদ ভবনের মন্ত্রী, এমপি হয়েছে। অথচ শ্রমিকরা আজ দু বেলা দু মোটা খেয়ে পরে থাকতে পারে না। কারণ গার্মেন্টস মালিকরা বার বার শ্রমিকদের বেতন না দিয়ে পার পেয়ে যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে সারা দেশের শ্রমিক সংগঠন ও শ্রমিক নেতৃবৃন্দ ও সকল পেশাজীবী শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দূর্ববার আন্দোলন তৈরী করে এদেশের শ্রমিকদের দাবী আদায় করা হবে।