“আজ রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ‘অন্যরকম’ রোমাঞ্চ”

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

আজ রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল  ‘অন্যরকম’ রোমাঞ্চ।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাত একটায় আটালান্টার মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমার-এমবাপ্পেদের শেষ আটে ওঠা অবশ্য প্রত্যাশিতই ছিল। বরাবরের মতো এবারো শিরোপা জয়ে ফেভারিট তারা। আর টুর্নামেন্টের চলতি মৌসুমে সবচেয়ে বড় চমক আটালান্টা। প্রথমবারের মতো শেষ আটে উঠেছে ইতালিয়ান ক্লাবটি।

এই ম্যাচের আগে কঠিন চাপে পড়ে গিয়েছিল পিএসজি। গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে পড়েছেন। অবশেষে পিএসজি কোচ টমাস টুখেল স্বস্তির খবর দিয়েছেন। জানালেন আজ রাতে আটালান্টার বিপক্ষের ম্যাচে ফরাসি সেনসেশনকে দলে পাচ্ছেন তিনি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে শেষ ষোলোর মাঝামাঝিতে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগ। টুর্নামেন্ট চালু নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার কমতি ছিল না। শেষ পর্যন্ত বল মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা। সিদ্ধান্ত হয় যে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হবে সিঙ্গেল লেগে। যা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু পর্তুগালের লিসবনে।

তবে শেষ ষোলোর বাকি চারটি ম্যাচ নিয়ম অনুযায়ী হোম-অ্যাওয়ে ভিত্তিতে আয়োজন করা হয়। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁ। বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ও বর্তমান দল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস।

আজ রাত থেকে পরপর চারদিনে অনুষ্ঠিত হবে শেষ আটের চারটি ম্যাচ। আগামী ১৮ ও ১৯ আগস্ট মাঠে গড়াবে সেমিফাইনাল। ২৩ আগস্ট লিসবনে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মৌসুমের ফাইনাল হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে। যদিও উয়েফার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী মৌসুমের ফাইনাল আয়োজন করবে তুরস্কের রাজধানী।

এক নজরে ফিকশ্চার ১২ আগস্ট; পিএসজি-আটালান্টা ১৩ আগস্ট; লাইপজিগ-অ্যাটলেটিকো মাদ্রিদ ১৪ আগস্ট; বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ১৫ আগস্ট; ম্যানচেস্টার সিটি-অলিম্পিক লিওঁ ১৮-১৯ আগস্ট সেমিফাইনাল; ফাইনাল ২৩ আগস্ট সবকটি ম্যাচ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে

এক নজরে ফিকশ্চার

১২ আগস্ট; পিএসজি- আটালান্টা                  ১৩ আগস্ট; লাইপজিগ- অ্যাটলেটিকো মাদ্রিদ

১৪ আগস্ট; বার্সেলোনা- বায়ার্ন মিউনিখ        ১৫ আগস্ট; ম্যানচেস্টার সিটি- অলিম্পিক লিওঁ

১৮-১৯ আগস্ট সেমিফাইনাল; ফাইনাল ২৩ আগস্ট

* সবকটি ম্যাচ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে


Categories