“আজিজুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান তিন ঘন্টা বন্ধ রেখে সম্মান প্রদর্শন”

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

আজিজুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান তিন ঘন্টা বন্ধ রেখে সম্মান প্রদর্শন।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর , স্বাধীনতা পদকপ্রাপ্ত  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান  এর মৃত্যুতে মৌলভীবাজারের ব্যাবসায়ীদের মাঝেও শোক নেমে আসে। জাতির এই সূর্য সন্তানের মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে মৌলভীবাজারের ব্যবসায়ীরা তিন ঘন্টা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। গণমানুষের নেতার প্রতি এমন  সম্মান প্রদর্শন করায় সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার চেম্বার সভাপতি এবং মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাৎক্ষণিক চেম্বার সভাপতির সিদ্ধান্তে ব্যবসায়ীরা সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের পৌর ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ শেষে নিজবাড়ি সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
আজিজুর রহমান ১৯৪২ সালে সদর উপজেলার গুজারাই গ্রামে জন্মগ্রহণ করেন তাঁর পিতা আব্দুস সাত্তার। ৯ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন ২য় সন্তান।

Categories