
সৌমিত্র সাহা ,আখাউড়া উপজেলা প্রতিনিধি।
বৃহস্পতিবার থেকে দুর্গাপূজা ও লক্ষী পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছেন আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৫ দিন দুর্গাপূজা উপলক্ষে বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর কার্যক্রম চালু থাকবে। আবার ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর আমদানি রফতানি বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে আবার সব স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।