“আখাউড়া উপজেলায় প্রবাসী আওয়ামীলীগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়”

সৌমিত্র সাহা ,আখাউড়া উপজেলা প্রতিনিধি।
আখাউড়া উপজেলায় প্রবাসী আওয়ামীলীগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আখাউড়া উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আখাউড়া প্রবাসী আওয়ামীলীগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিটে কেক কেটে ও মিলাদ দোয়া মাহফিলের মাধ্যমে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানটি পালিত হয়।
সভায়,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,যুবলীগ নেতা আবু কাওসার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলো, সাধারণ সম্পাদক সাখাওয়াত হুসাইন নয়ন, ছাত্রলীগ নেতা ইমন,পিয়াস মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন, মুন্নি আক্তার,শাকিলা সুলতানা,কাজী সনি, সহ প্রবাসী আওয়ামী লীগের নতুন কমিটিতে মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা।
এ সময় বক্তারা প্রবাসী আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যদের আরো গতিশীল এবং রাজনৈতিকভাবে দিক-নির্দেশনা সহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
এছাড়া সৌদি আরব থেকে মনিয়ন্দ ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ পরিষদের সম্ভাব্য সভাপতি প্রার্থী আব্দুল বাতেন জানান, অদূর ভবিষ্যতে আমরা প্রবাসী সহ তৃনমূল নেতাকর্মীদের নিয়ে যারাই সামনের দিনগুলোতে নেতৃত্বে আসবে তাদেরকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করে যাবার অভিমত ব্যক্ত করেন তিনি।
সকলের প্রচেষ্টা সংগঠনটি কিছু দিনের ভিতরেই নির্বাচনে মাধ্যমে সভাপতি, সম্পাদক, সাংগঠনিক, সহ অন্যান্য পদে নির্বাচন দেওয়া হবে সভায় আলোচনা করা হয়।