
সৌমিত্র সাহা ,আখাউড়া উপজেলা প্রতিনিধি।
আখাউড়ার শিশু সিফাতকে নোয়াখালী থেকে উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রামের সিফাত উল্লাহ নামের দুই বছরের এক শিশুকে বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা কৌশলে অপহরণ করে নিয়ে যায়।
এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক,র্যাব ও পুলিশের বিশেষ সহযোগিতায় ডিজিটাল প্রযুক্তি রেডিও লোকেশন এর মাধ্যমে পার্সোনাল বিকাশ ব্যবহারকারী আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। আর আনোয়ারের সূত্র ধরে মূল হোতা মুক্তিপণ আদায়কারী ফারুক মিয়াকেও আটক করে পুলিশ।
সোমবার রাত দশটার দিকে নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ধর্মপুরের আমানুল্লাহ নামের এক ব্যক্তির বাড়ি থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের সহযোগিতায় শিশু সিফাত সহ দুই অপহরণকারী কে নিয়ে আসা হয় আখাউড়ায় থানা।
আজ বিকেল পাঁচটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসূল আহমেদ নিজামী।
উল্লেখ্য, শিশুটিকে উদ্ধার করার জন্য সাংবাদিকদের সহযোগিতায় গত রবিবার ভৈরব (র্যাব-১৪) একটি লিখিত অভিযোগ দাখিল করেন শিশু সিফাতের পিতা রিপন মোল্লা। তার পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর রাত দশটায় অভিযান চালিয়ে শিশুসহ অপহরণকারী চক্রের মূল হোতা ফারুক মিয়াকে আটক করে।
এদিকে শিশু সিফাতের উদ্ধারের খবর শুনে তার পরিবারসহ এলাকার মানুষের ভিতরে স্বস্তি ফিরে এসেছে।