“আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.ইসমাঈল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু”

Shoumitra Saha- আখাউড়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.ইসমাঈল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, ১৯ বছর বয়সী মো.ইসমাঈল মিয়া অন্যান্য দিনের মতোই মোবাইল ফোন চার্জ দিতে গিয়েছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
পরে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।