আইনজীবীদের করোনা চিকিৎসায় ৩ হাসপাতাল

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় এবং আক্রান্তদের চিকিৎসার জন্য ৩টি বিশেষায়িত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলো হলো- হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতাল। এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল চিকিৎসা করবে সম্পূর্ণ ফ্রিতে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই অশেষ কৃতজ্ঞতা। আশা করি, ভবিষ্যতেও ওনারা আইনজীবীদের পাশে থাকবেন।’

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সচিবের কাছে আইনজীবীদের স্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসার দাবিতে পৃথক দুটি আবেদন করা হয়েছিল।


Categories