“অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ যাত্রী”

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

এক শিশুর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন স্বজনরা। কিন্তু সেই স্বজনদের আর কারোরই  জীবিত বাড়ি ফেরা হয়নি। পথে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি কাভার্ড ভ্যানের। আর ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী।

আজ বুধবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে। ঐ স্থানে অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারী।

ওসি জিয়াউল আহসান আরো জানান, ঢাকায় মারা যাওয়া পরিবারের এক শিশুর মরদেহ নিয়ে স্বজনরা ঝালকাঠী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুরের আটিপাড়া অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলেই নিহত হন।  তখন পর্যন্ত নিহতদের ব্যাপারে বিস্তারিত জানতে পারা যায়নি।


Categories