অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে বিক্রমপুরবাসী শোকাভিভূত

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
প্রদীপ কুমার সাহা,জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ। 

বিক্রমপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ৪ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্তের পর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। করোনাভাইরাসের পাশাপাশি তিনি অনেক বার্ধক্যজনিত রোগে ও ভুগছিলেন। মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ  অবনতি হলে ১৮ সেপ্টেম্বর থেকে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে প্রথমে অতিরিক্ত এ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেয়া হয়। নিজ কর্ম দক্ষতার গুনে ২০০৯ সালের ১৩ জানুয়ারি তিনি দেশের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেলের) দায়িত্ব লাভ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হয়ে ১৯৯৩ সালে সম্পাদক এবং২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু হত্যা,  চার জাতীয় নেতা হত্যা, সংবিধানের ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী এবং মানবতাবিরোধী অপরাধীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা তার মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। আইনের শাসন প্রতিষ্ঠায় তার কর্মদক্ষতার  কথা জাতি চিরদিন স্মরণ করবে।
জনপ্রিয় এই আইন কর্মকর্তা ১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি বিক্রমপুর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
  তিনি  ছিলেন বিক্রমপুরের রত্ন, সত্যনিষ্ঠ, দায়িত্ববান, নির্লোভী, আদর্শবান একজন সাদা মনের মানুষ। সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়নে  এলাকায় জনমত সৃষ্টিতে তিনি ছিলেন সদা তৎপরবিক্রমপুরবাসীর প্রতি তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। করোনাকালে তিনি তার এলাকায় কয়েক দফায় সুরক্ষা সামগ্রী এবং কর্মহীন অস্বচ্ছল পরিবারের মানুষদের প্রতি  মানবিক সহায়তা  প্রদান করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবে আলমের মৃত্যুতে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিক্রমপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ অব্যাহত রেখেছেন।
মাহবুবে আলমের মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন দক্ষ আইন কর্মকর্তাকে সেই সাথে বিক্রমপুর রত্নভান্ডার থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র।

 


Categories