
সৌমিত্র সাহা : আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলায় নতুন করে ব্যাংক কর্মকর্তা ও পুলিশসহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।গতকাল মঙ্গলবার ২৩(জুন) করোনা রিপোর্ট ফলাফলে তাদের পজিটিভ এসেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা:শ্যামল চন্দ্র ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান,নতুন করে করোনা আক্রান্তের ৬ জনের মধ্যে আখাউড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো:বশিরুল আলম,আখাউড়া থানার দুই পুলিশ সদস্য মো:জাহাঙ্গীর,মো:সাইদুল হক,আখাউড়া পৌরসভার বড় বাজারের মো:আরাফাত হোসেন, দুর্গাপুর গ্রামের দুরশান্ত,আখাউড়া দক্ষিণ ইউনিয়নের মো:আসাদুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
উপজেলায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৪ জনে।এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।