“অবৈধভাবে বালু উত্তোলোনের বিরুদ্ধে অভিযান- জড়িতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান”

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
শ্রীমঙ্গল,  মৌলভীবাজার থেকে মোঃ সাইফুল ইসলাম।

অবৈধভাবে বালু উত্তোলোনের বিরুদ্ধে অভিযান- জড়িতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বালু খেকুদের হাত থেকে রেহাই পাচ্ছেনা  ভুনবীর, সাতগাঁও, মির্জাপুর ইউনিয়নের সাধারণ মানুষ। প্রশাসনের কঠোর নজরদারির পরও থামছে না বালু খেকুদের দৌড়ঝাঁপ।
আজও (বৃহস্পতিবার) ভুনবীর ও সাতগাঁও ইউনিয়নের ১৩ টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় বিপুল পরিমাণ বালু জব্দ করে প্রকাশ্যে নিলামে ৫ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি এবং জড়িতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল এর জনাব মোঃ নেছার উদ্দীন।
এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় বালু উত্তোলনের সাথে জড়িত এবং ঘটনাস্থল থেকে আটক মোঃ মিজান মিয়া, পিতা- আইয়ুব আলী, সাং- দক্ষিণ পাচাউন, শ্রীমঙ্গল কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তাছাড়া বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় বালু পরিবহনের সাথে জড়িত এবং ঘটনাস্থল থেকে আটক ঝুমন মিয়া, পিতা- মনির মিয়া, সাং- ববানপুর, শ্রীমঙ্গল কে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোট ১৩ টি স্পট থেকে  জব্দকৃত ৮৩,৭৫০ ঘনফুট বালু প্রকাশ্য নিলাম বিক্রির মাধ্যমে ৫,৪০,০০০/- টাকা রাজস্ব আদায় করা হয়।

Categories