“অবিনশ্বর নেতা”         নাসিমা হক মুক্তা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

“অবিনশ্বর নেতা”       নাসিমা হক মুক্তা

অজস্র স্বপ্ন নিয়ে হেঁটে যাওয়া
বাংলার প্রান্তরে –
দুর্গম বন্ধুর পথে
মাইলকে মাইল বালু, ঘাস মাড়িয়ে
পৃথিরীর ইতিহাসের পৃষ্ঠায়
স্বর্ণাক্ষরে – যার নাম লিখতে চেয়েছিল
সেটি ছিলো ; সোনার বাংলাদেশ!
হঠাৎ সেই স্বপ্নে নজর পড়ে; উদ্যত হায়েনার
সবুজ পল্লবের অস্হিমজ্জায়
বিকৃত দৃষ্টি
ঝলসানো রুটির মতন পুঁড়ে পুড়ে খায়
বধ্যভূমির মগজ
সাক্ষী হলো – কলঙ্কিত রাত
ধ্রুবতারা অবশেষে – ভোরের আযানের একটু আগেই
জীবনের সব লেনদেন চুকে
সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে এসে পড়ে
সোনার জমিনে –
লক্ষ লক্ষ মানুষের দীপ্তিমান ভাস্বর
বুলেটের আঘাতে – আলিঙ্গন করে মৃত্যকে
তিনিই সেই মহান পুরুষ
তিনিই সেই কীর্তিময় অবিনশ্বর নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।

Categories