
আকাশের ঐ বিশালতা দেখে
কতবার আমার আকাশ হবার ইচ্ছে জেগেছে।
যতবার আমি সমুদ্রের কাছে গেছি
ততবার প্রাণপণে হতে চেয়েছি সমুদ্র।
কিন্তু পাহাড়কে আমি কখনোই
ভালোবাসতে পারিনি।
কী অহংকারী, কঠিন আর নির্লিপ্ত সে!
অথচ আমাকেই কিনা বার বার
পাহাড়ের কাছে যেতে হয়?
সমুদ্র আমাকে সাথে নেয় না
আকাশ আমাকে কাছে টানে না
শুধু পাহাড়ই আমাকে কাছে টেনে
তার কাঠিন্য দেখায়।
লেখকঃকবি,গল্পকার,প্রাবন্ধিকঃসহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ।