
ধরণীতে করোনার তাণ্ডব
শান্তি অবরুদ্ধ।
মরণ খেলাতে কোভিড
বিশ্ব জুড়ে যুদ্ধ।
চতুর্দিকে মৃত্যুর ধ্বনি
পঁচা লাশের গন্ধ।
পৃথিবীব্যাপী একই দৃশ্য
চোখের জলে অন্ধ!
পাঁচ লক্ষ প্রাণ লাশ হলো
বিস্ময় জাগে বুকে!
মানবতাহীন বিবেকবোধ মানবিক
বলো কোন মুখে?
অদৃশ্য শত্রু বধে জয়ের আশে
করছে বিজ্ঞান যুদ্ধ।
মানবিকতাবোধ হোক জাগ্রত,
আত্মা পরিশুদ্ধ।
করোনা ভয়াবহতায় বিস্ময় জাগে
নীলাভ নীল আলো।
বক্ষে তোমার পূর্ণতার ছোঁয়া
সত্যের শিখা জ্বালো।
কু-রিপু জ্বালিয়ে খাঁটি করো ,
পুড়িয়ে করো মন।
বক্ষে বহে সমান্তরালে
বৈষম্যের আন্দোলন।
ধ্বংস হোক উচ্চাকাঙ্ক্ষা তোদের,
হৃদয়ে ক্ষোভ জমা!
বিবেকহীন অসুর জানোয়ার
নেই তোদের ক্ষমা।
বঞ্চিতের ঘৃণা অভিশাপ যতো,
অর্পণ করলাম তোমায়।
ক্ষুব্ধ মনের ফরিয়াদ
খন্ডাবে না বোমায়!
——————-