অংকুর অন্বেষা বিদ্যাপীঠে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন মোকতাদির চৌধুরী এম পি

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

মো.আশরাফুল লতিফ (তুহিন),ব্রাহ্মণবাড়িয়া।।

একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণের লক্ষে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে সমৃদ্ধ আগামী গড়ার প্রত্যাশায় মোকতাদির ফাহিমা কল্যাণ ট্রাস্ট পরিচালিত  অংকুর অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) এর চার তলা ভীত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিতাস পাড়ের জননন্দিত নেতা,  যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির  সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আজ সকাল ১০ টায় উক্ত মহতী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার, মাউশি’র সাবেক মহাপরিচালক (গ্রেড-১) ও অংকুর অন্বেষা বিদ্যাপীঠ’র  পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুন।

অনুষ্ঠান শেষে প্রফেসর ফাহিমা খাতুন  ‘দৈনিক অামাদের ফোরামকে’ বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতের পথে আরো একধাপ এগিয়ে গেলো অংকুর অন্বেষা বিদ্যাপীঠ।  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন – ২০২১ এর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে আমরা বদ্ধপরিকর।অার এ জন্য মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি আরো যোগ করে বলেন ” মাননীয় এম পি মহোদয় সহ ভবন অনুমোদন প্রকল্প সংশিষ্ট সকলের প্রতি অংকুর অন্বেষা বিদ্যাপীঠ পরিবার কৃতজ্ঞ।”


Categories